দেবহাটা প্রতিনিধি : নিবন্ধিত অনলাইন পত্রিকা “বার্তা বাজার” এর ১০ম বর্ষে পর্দাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় দেবহাটা প্রেসক্লাব চত্বর থেকে র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় সমাবেত হয়।
পরে প্রেসক্লাব সভাকক্ষে আলোচনা সভায় বার্তা বাজার পত্রিকার নিজিস্ব প্রতিনিধি ও দেবহাটা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষেদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান।
বিশেষ অতিথি ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাবেক সভাপতি আব্দুল ওহাব, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন।
উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সহ-সভাপতি অধ্যাপক রাজু আহম্মেদ, যুগ্ন-সম্পাদক মোমিনুর রহমান, অর্থ সম্পাদক কবির হোসেন, দপ্তর সম্পাদক আজিজুল হক আরিফ, কার্য্যনির্বাহী সদস্য এসএম নাসির উদ্দীন, এমএ মামুন, সদস্য সুমন বাবু, দিপঙ্কর বিশ্বাস, মিজানুর রহমান, ফরহাদ হোসেন সবুজ, লিটন ঘোষ বাপ্পি, সজল রহমান, সহযোগী সদস্য উত্তম কুমার, সাতঘরিয়া পত্রিকার স্টাফ রিপোর্টার হাবিবুল্লাহ বাহার, ফটো সাংবাদিক আবির হোসেন প্রমুখ।
সমগ্র অনুষ্ঠান সঞ্চলনা করেন বার্তা বাজার পত্রিকার নিজিস্ব প্রতিনিধি শেখ শাওন আহম্মেদ সোহাগ।
এসময় বক্তরা বলেন, দেশ ও জাতীর কল্যানে সত্য সংবাদ তুলে ধরে বার্তা বাজার গনমানুষের পত্রিকা হিসাবে কাজ করুক। সাংবাদিকরা হল সৎ ও নির্ভিক। তাদের ভুল তথ্যের মাধ্যমে যেমন সমাজারে অনেক বড় ক্ষতি হওয়ার সম্ভবনা থাকে তেমনই সঠিক তথ্যের মাধ্যমে সমাজ পরিবর্তন হয়ে যায়। সকলে বার্তা বাজার পত্রিকার মঙ্গল কামনা করেন।