দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় বাল্য বিবাহ বন্ধে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও সুশীলন এর যৌথ সহযোগিতায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে শিশু ফোরাম নেতৃবৃন্দের বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
দেবহাটা উপজেলা প্রশাসন ও শিশু ফোরামের যৌথ উদ্যোগে বাল্য বিবাহ বন্ধে যে সমন্বিত কার্যক্রম গ্রহন করা হয়েছে তারই অংশ হিসেবে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বলেন, দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর নির্দেশনায় দেবহাটা উপজেলা প্রশাসন বর্তমানে বাল্যবিবাহ বন্ধে কঠোর ভুমিকা পালন করছে এবং সম্প্রতি শতাধিক বাল্যবিবাহ সম্পাদনের সাথে জড়িত ম্যারেজ রেজিস্টার আবুল বাশারের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যাবস্থা গ্রহন করা হয়েছে।
তিনি শিশু ফোরামের নেতৃবৃন্দকে আশ্বস্ত করে বলেন, দেবহাটা উপজেলা হতে বাল্যবিবাহ পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকবে। শিশু ফোরাম দেবহাটা উপজেলা প্রশাসনের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে পাশে থাকার সম্মতি জ্ঞাপন করেন। সভায় ভবিষ্যৎ কর্মপন্থা হিসেবে উপজেলার প্রতিটি ইউনিয়নে নির্বাহী অফিসারের উপস্থিতিতে বাল্য বিবাহ বন্ধে সভা করার পাশাপাশি উপজেলাব্যাপী বাল্যবিবাহ বন্ধে মাইকিং করার সিদ্ধান্ত গৃহীত হয়।