দেবহাটা প্রতিনিধি : দেবহাটার পারুলিয়াতে বিদ্যুৎস্পৃষ্টে সাব্বির হোসেন (১৮) নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যার আগমুহুর্তে মাঝপারুলিয়া খাঁসপাড়া এলাকায় এঘটনা ঘটে। মৃত সাব্বির হোসেন খাঁসপাড়া গ্রামের জলিল গাজীর ছেলে।
স্থানীয়রা জানায়, শুক্রবার সন্ধ্যার আগমুহুর্তে বৃষ্টিপাত চলাকালে প্রতিবেশি এক চাচার মুরগীর ঘরের বৈদ্যুতিক বাতি মেরামত করছিল সাব্বির। এসময় দূর্ঘটনা বশত বিদ্যুৎস্পৃষ্ট হলে মুহুর্তেই মৃত্যু হয় তার।
এঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কারোও বিরুদ্ধে কোন অভিযোগ না থাকায় শনিবার বাদ জোহর জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে সাব্বিরের দাফন সম্পন্ন হয়েছে।