দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত এবং নারী শিশু নির্যাতন মামলা ও নিয়মিত মামলার তিন আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহার নেতৃত্বে শুক্রবার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফরিদ আহমেদ সঙ্গীয় পুলিশ সদস্যদের সহায়তায় কুলিয়া ইউনিয়নের খাসখামার থেকে নারী ও শিশু নির্যাতন মামলার আসামী ইয়াকুব আলীর ছেলে সাইদুল ইসলাম (২৬) কে গ্রেপ্তার করেন।
একইদিনে এএসআই রসিদুল ইসলাম ও এএসআই সোহেল উদ্দীন এসটিসি ৭৮/০৯ এর ওয়ারেন্টভুক্ত আসামী বহেরা গ্রামের মৃত ছবেদ আলীর ছেলে মিজানুর রহমানকে গ্রেপ্তার করেন।
এছাড়া শনিবার এসআই নয়ন চৌধুরী নিয়মিত মামলার আসামী আস্কারপুরের সিরাহুল সরদারের ছেলে আজমির হোসেন (২১) কে গ্রেপ্তার করেন। পরে গ্রেপ্তারকৃতদের বিচারার্থে আদালতে সোপর্দ করা হয়।