দেবহাটা প্রতিনিধি : সাতক্ষীরার দেবহাটায় অজয় কুমার মন্ডল নামের এক ব্যাক্তির বাড়িতে বিদ্যুৎ চালিত তাঁত মেশিনের বিকট শব্দে অতিষ্ঠ হয়ে লিখিত অভিযোগ দায়ের করেছে এলাকাবাসী। শব্দ দূষনে অভিযুক্ত অজয় কুমার মন্ডল সাংবাড়িয়া গ্রামের লক্ষন মন্ডলের ছেলে। সোমবার সাংবাড়িয়া গ্রামের বাসিন্দাদের পক্ষে ধীরেন্দ্র নাথ বর’র ছেলে প্রশান্ত কুমার বর বাদী হয়ে ইউএনও তাছলিমা আক্তারের কার্যালয়ে লিখিত অভিযোগটি দায়ের করেন।

অভিযোগ মতে, দীর্ঘদিন ধরে অজয় মন্ডল তার বাড়ীতে বৈদ্যুতিক মোটর চালিত তাঁত মেশিন স্থাপন করে প্রতিদিনি ভোর থেকে গভীর রাত পর্যন্ত সুতা, কাপড়, চিকিৎসার গজ ও ব্যান্ডেজ তৈরী করেন। দিনভর বৈদ্যুতিক মোটর এবং ওই তাঁত মেশিনের বিকট ঘট-ঘট শব্দে আশপাশের প্রতিবেশীরা অতিষ্ঠ হয়ে উঠেছেন।

অবিরাম চলা তাঁত মেশিনের উচ্চ মাত্রার শব্দের কারনে সেখানকার বাসিন্দারা তীব্র ভোগান্তির শিকার হচ্ছেন। স্থানীয়রা একে অপরের সাথে কথাবার্তা বা মোবাইলেও যোগাযোগ করতে না পারায় এলাকাটি তাদের বসবাসের অনুপযোগী হয়ে উঠেছে।

সেজন্য জনস্বার্থে ওই কারখানাটি অন্যত্র স্থানান্তরের দাবী জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর এলাকাবাসীর পক্ষে লিখিত অভিযোগটি দায়ের করা হয়েছে বলেও জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *