দেবহাটা প্রতিনিধি : দেবহাটার পারুলিয়াতে খান ইলেকট্রিক এন্ড স্যানিটারী নামক ব্যবসা প্রতিষ্ঠানের গোডাউনে অগ্নিকান্ডের ঘটনায় থানায় মামলা হয়েছে।

শুক্রবার ভোররাতে ওই ব্যবসা প্রতিষ্ঠানটিতে পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ করা হয় এমনটি অভিযোগ করে শনিবার মালিক মাঝ পারুলিয়া গ্রামের শাহজাহান খাঁ’র ছেলে সাইফুল ইসলাম বাবু বাদী হয়ে পারুলিয়ার আব্দুল হান্নানের ছেলে ও নয়ন কবিরাজের জামাতা রুবেল হোসেনকে প্রধান আসামীসহ কয়েকজনকে অজ্ঞাতনামা আসামী করে দেবহাটা থানায় মামলাটি (নং-০৬) দায়ের করেন।

মামলা দায়ের পরবর্তী দেবহাটা থানার এসআই নূর মোহাম্মদ মোস্তফাসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা মামলার আসামী রুবেলকে গ্রেফতার করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন পারুলিয়া ইছামতি সিনেমা হল মার্কেটে খান ইলেকট্রিক ও স্যানিটারী নামের ব্যবসা প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসছিলেন প্রতিষ্ঠানটির মালিক সাইফুল ইসলাম বাবু। দো’তলায় মালামালের গোডাউন এবং নিচতলায় মালামাল বিক্রি করেন তিনি।

তার বাড়ির গোডাউন থেকে মালামাল দোকানে আনা-নেয়া কিংবা দোকান থেকে বিক্রিত মালামাল ক্রেতার বাড়ি নিয়ে যাওয়ার জন্য স্থানীয় নয়ন কবিরাজের জামাতা মোটরভ্যান চালক রুবেল হোসেনকে ভাড়ায় ব্যবহার করতেন মালিক সাইফুল। কিন্তু পরপর কয়েকবার মালামাল আনা-নেয়ার সময় তা চুরি করতো ভ্যান চালক রুবেল।

সম্প্রতি একটি পানির ট্যাংকি চুরি করে ধরা পড়ে রুবেল। এনিয়ে তাদের মধ্যে বাকবিতন্ডতা হয় এবং রুবেলকে কাজ থেকে বাদ দেন মালিক সাইফুল। ক্ষুদ্ধ হয়ে মালিক সাইফুলকে দেখে নেয়াসহ তার ব্যবসার ক্ষতিসাধনের হুমকি দেয় রুবেল।

এঘটনার পরদিন ভোররাতেই তার ব্যবসা প্রতিষ্ঠানটিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ক্ষোভের বশবর্তী হয়ে রুবেল হোসেনসহ তার অজ্ঞাত সাঙ্গপাঙ্গরা পরিকল্পিতভাবে তার ব্যবসা প্রতিষ্ঠানটিতে অগ্নিসংযোগ করেছে এবং এঘটনায় তার আনুমানিক ১২ লক্ষাধিক টাকা মূল্যের মালামাল আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে মামলার এজাহারে উল্লেখ করেছেন মালিক সাইফুল ইসলাম বাবু।

এব্যাপারে দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্যাহ বলেন, ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্ত মালিক বাদী হয়ে মামলা দায়ের করলে মামলার এজাহার নামীর আসামী রুবেল হোসেনকে পুলিশ গ্রেফতার করে। পরে গ্রেফতারকৃত রুবেলকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলেও জানান ওসি।

উল্লেখ্য, শুক্রবার দিবাগত ভোররাতে উপজেলার পারুলিয়া ইছামতি সিনেমা হল মার্কেটের খান ইলেকট্রিক এন্ড স্যানেটারী নামক ওই ব্যবসা প্রতিষ্ঠানের গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে সখিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘক্ষন চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *