দেবহাটা প্রতিনিধি : দেবহাটার টিকেট-রঘুনাথপুর খালের ওপর মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ’র বাড়ির অভিমুখে সরকারী প্রায় ৮২ লাখ টাকা বরাদ্দে ব্রীজ নির্মানের জন্য দাখিলকৃত দরপত্রের লটারীর ড্র অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১২টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে উক্ত লটারীর ড্র সম্পন্ন হয়। লটারীতে কলারোয়ার আলীফ আরশ এন্টারপ্রাইজ ব্রিজটি নির্মান প্রকল্প বাস্তবায়নের কাজ পান।
এসময় উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার, উপজেলা প্রকৌশলী শোভন সরকার, সহকারী প্রকৌশলী সাইদুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী জুয়েল হোসেনসহ দরপত্র দাখিলকারী ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সম্প্রতি ব্রীজটি নির্মানের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দরপত্র আহ্বান করা হলে জেলা ও জেলার বাইরের ১৫৯ ব্যাক্তি ও প্রতিষ্ঠান কাজটি পাওয়ার জন্য দরপত্র দাখিল করেন।