বিশেষ প্রতিনিধি, দেবহাটা : দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা ও উপজেলা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান।
বিশেষ অতিথি ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, কুলিয়া ইউপি চেয়ারম্যান আছাদুল হক,পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলগীর হোসেন সাহেব আলী, দেবহাটা ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
এসময় উপজেলা সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থি নিয়ে আলোচনার পাশাপাশি আগামী ঈদুল ফিতরের বিভিন্ন প্রস্তুতি নেওয়া হয়। এছাড়া নারী নির্যাতন, বাল্যবিবাহ, মাদক সহ নানা অপরাধ নিয়ন্ত্রণে থাকায় সন্তোষ প্রকাশ করা হয়।