দেবহাটা প্রতিনিধি : সাতক্ষীরার দেবহাটায় বাস, মিনিবাস, ট্রাক, দুরপাল্লার পরিবহনসহ সকল গণপরিবহন ও যানবাহনে কর্মরত শ্রমিকদের করোনা কালীন পরিস্থিতি মোকাবেলায় খাদ্য সামগ্রী প্রদান করেছেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কুলিয়া ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান আছাদুল হক।
মঙ্গলবার বিকেলে কুলিয়া শহীদ মিনার অভিমুখে ইউনিয়নের ৬০জন মোটর শ্রমিককে চাল, ডাল, আলু, তেলসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী প্রদান করেন তিনি।
খাদ্য সামগ্রী বিতরণকালে বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা আছাদুল হক ছাড়াও জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি রবিউল ইসলাম রবি, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আরশাদ আলী খোকা, সাবেক সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান মহব্বত, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম, কুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিধান বর্মন, উপজেলা
তাঁতী লীগের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সুমন, উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি ওহাব আলী, যুগ্ম সম্পাদক আশিষ ঘোষ, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেন, সাধারণ সম্পাদক নিশান গাইন, সাংগঠনিক সম্পাদক সাগর মন্ডল, ছাত্রলীগ নেতা সাকিফ রেজাসহ আওয়ামী লীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।