দেবহাটা প্রতিনিধি : সাতক্ষীরা জেলাব্যাপী চলমান লকডাউনের দশম দিনেও আরোপিত বিধি-নিষেধ ও স্বাস্থ্যবিধি লংঘন কারীদের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়েছে।
সোমবার সকাল থেকে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাছলিমা আক্তার গাজীরহাট বাজার ও আশপাশের এলাকায় এ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে প্রশাসন আরোপিত বিধি-নিষেধ উপেক্ষা করে লকডাউনের মধ্যেও ব্যবসা প্রতিষ্টান খোলা রাখা এবং স্বাস্থ্যবিধি না মানায় বিভিন্ন ব্যাক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৮টি মামলা সহ ৮হাজার ৫শ টাকা জরিমানা করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *