দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মানের জন্য প্রস্তাবিত স্থান ও জমি পরিদর্শন করেছেন সাতক্ষীরার সাবেক এডিসি এবং যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের দায়িত্বপ্রাপ্ত জাতীয় ক্রীড়া পরিষদের যুগ্ম সচিব শেখ হামিম হাসান সহ প্রতিনিধি দল।
বৃহষ্পতিবার বেলা ১১টার দিকে তিনিসহ প্রতিনিধি দলের সদস্যরা মিনি স্টেডিয়ামের জন্য প্রস্তাবিত উপজেলার ঈদগাহ বাজার ও পাকড়াতলার মধ্যবর্তী সখিপুর টু দেবহাটা সড়কের দক্ষিন পাশের তিন একর জমি পরিদর্শন করেন।
পরিদর্শনকালে যুগ্ম সচিব শেখ হামিম হাসান বলেন, শেখ রাসেল মিনি স্টেডিয়ামটি নির্মানের জন্য ২০২০ সালে মার্চ মাসে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রস্তাব পাঠানো হয়। সে মোতাবেক স্থানটি পরিদর্শনে এসেছি।
তিন একর জমি কিনে সেখানে আধুনিক মানের স্টেডিয়াম ও ভবন নির্মান করা হবে। সবকিছু ঠিকঠাক থাকলে তৃতীয় পর্যায়ে অর্থাৎ ২০২৩ সালের মধ্যে স্টেডিয়ামটির নির্মান শেষ হবে বলেও জানান তিনি।
এসময় দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওনসহ প্রতিনিধি দলটির সদস্যরা উপস্থিত ছিলেন।