মাহমুদুল হাসান শাওন, দেবহাটা : সাতক্ষীরার দেবহাটায় বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত পলাতক তিন জনসহ মোট চার আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
দেবহাটা থানার ওসি বিপ্লব সাহার নেতৃত্বে এসআই আশিক রায়হান, এসআই নূর মোহাম্মদ মোস্তফা, এএসআই সোহেল উদ্দীন সহ সঙ্গীয় পুলিশ সদস্যরা বৃহষ্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলেন, জিআর ৫২/১৮ মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত আসামী উপজেলার নারিকেলি গ্রামের মৃত ফজর আলীর ছেলে মুর্শিদ সরদার ওরফে মুর্শিদ চোর, সিআর ২৮০/১০ মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত হাদিপুর গ্রামের সৈয়দ শেখের ছেলে বাহাউদ্দীন, সিআর ১১০০/১৪ মামলায় এক বছরের
সাজাপ্রাপ্ত দাদপুর গ্রামের নুর ইসলামের ছেলে আলমগীর হোসেন ও সিআর ১০৯/২০ (লাল) মামলার আসামী চর গোবিন্দপুর গ্রামের কেরামত আলীর ছেলে আবদার হোসেন। শুক্রবার গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করে পুলিশ।