দেবহাটা প্রতিনিধি : দেবহাটার সখিপুরে সিটি ডিজিটাল ডায়াগনস্টিক ল্যাব এন্ড ক্লিনিকের উদ্বোধন করা হয়েছে। শনিবার বেলা ১২টায় সখিপুর লাইট হাউজ সিনেমা হলের দক্ষিণ পাশের্^ গড়ে তোলা এ ডায়াগনস্টিক ল্যাব ও ক্লিনিকের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সখিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম।
এসময় সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার আমজাদ হোসেন, ঢাকা বক্ষব্যাধী হাসপাতালের চিকিৎসক শেখ তানভির হোসেন, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, শ্যামনগর উপজেলা সহকারী শিক্ষা অফিসার জহুরুল ইসলাম, গ্রাম ডাক্তার ওয়েলফেয়ার সোসাইটির রফিকুল ইসলাম, ঔষধ বিপনন সংগঠনের উপজেলা শাখার সভাপতি কবির হোসেন, সিটি ডিজিটাল ল্যাব এন্ড ক্লিনিকের পরিচালনা পরিষদের তাপস কুমার বিশ্বাস, আবু হাসান, তৌফিকুর রহমান সহ বিভিন্ন নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।