দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় নিন্ম আয়ের খেটে খাওয়া মানুষদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহষ্পতিবার বেলা ১১ টায় উপজেলার সখিপুর বাজারে মাহিন্দ্রা, ইজিবাইক, মোটরভ্যানসহ স্থানীয় দোকানীদের মাঝে মাস্ক, সাবান ও হ্যান্ড স্যানিটাইজারসহ বিভিন্ন ধরনের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা ও সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন এসকল স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেন।
এসময় দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, ইউপি সদস্য মোখলেছুর রহমান সহ স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।