মাহমুদুল হাসান শাওন: দেবহাটায় হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় কমিটির সদস্য ও ডক্টরস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ড্যাব) এর সহ-সভাপতি ডা. মো. শহিদুল আলম।
সোমবার (১৯ আগষ্ট) বেলা ১১টায় দেবহাটা উপজেলার গাজীরহাট দুর্গা মন্দিরে উপজেলার হিন্দু- বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন তিনি। মতবিনিময়ে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা ডা. শহিদুল আলম বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ। এখানে ধর্ম-বর্ন নির্বিশেষে সকলে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় সকলকে ভেদাভেদ ভুলে মিলেমিশে বসবাস করতে হবে।
সেজন্য রাজনৈতিক সংঘাত ও হানাহানি পরিহারের জন্য সকলের প্রতি আহবানও জানান ডা. শহিদুল আলম।
গাজীরহাট দুর্গা মন্দিরের সভাপতি শরৎ চন্দ্র ঘোষের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা বিএনপির আহবায়ক শেখ সিরাজুল ইসলাম, সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দকী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সুভাষ চন্দ্র ঘোষ, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি চন্দ্রকান্ত মল্লিক, সাধারণ সম্পাদক অজয় কুমার ঘোষ প্রমুখ।
এসময় উপজেলা বিএনপি নেতা রাজীব হোসেন রাজু, নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাছুম বিল্লাহ, দেবহাটা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মিজানুর রহমান, গাজীরহাট সার্বজনীন দুর্গা মন্দির কমিটির উপদেষ্টা নিরঞ্জন ঘোষ, সুবর্ণাবাদ সার্বজনীন দুর্গা মন্দির কমিটির সভাপতি পরিমল গাতিদার, সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ হালদার, সখিপুর সার্বজনীন দুর্গা মন্দির কমিটির সভাপতি শংকর স্বর্ণকার, পারুলিয়া জেলিয়াপাড়া সার্বজনীন দুর্গা মন্দির কমিটির সভাপতি দুলাল মন্ডল সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।