দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় ৬ মাদক মামলার আসামীকে ৪০ পিচ ইয়াবা সহ গ্রেফতার করেছে দেবহাটা থানা পুলিশ। বুধবার অভিযান চালিয়ে কামরপুরগামী জাহিদ ব্রিকস্ সংলগ্ন রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ ওবায়দুল্লাহ জানান, দেবহাটা থানার এএসআই(নিঃ) শামীম হোসেন, এএসআই (নিঃ) মোঃ জাহিদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
আটক মাদক ব্যবসায়ীর নাম ফজলে রাব্বী ওরফে দাউদ রাব্বী, ওরফে বিকে রাব্বী(২৪)। সে ঢাকার মোহাম্মাদপুর তাজমহল রোডের জান ভিলা (৬ষ্ঠ তলা) হোল্ডিং নং-১০/২৬, সি-ব্লকের বাসিন্দা মৃত রহমত উল্লাহর ছেলে। খোঁজ নিয়ে জানা গেছে তার বিরুদ্ধে ঢাকায় আরো ৬ টি মাদক মামলা রয়েছে।
আটক আসামীর কাছ থেকে ৪০পিচ ইয়াবা উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার দেবহাটা থানায় একটি মাদক মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।