দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবস উদযাপন উপলক্ষে অলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা মুক্ত মঞ্চে এ সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. মুজিবর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, মুক্তিযোদ্ধা কমান্ডার ইয়াছিন আলী, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলী মোর্তজা মো. আনোয়ারুল হক, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আবু রায়হান তিতু সহ মুক্তিযোদ্ধা বৃন্দ।
উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এ.বি.এম খালিদ হোসেন সিদ্দিকী। এর আগে উপজেলা চত্বরে বঙ্গবন্ধু মুর্যালে ফুলেল শুভেচ্ছা জানান সরকারি কর্মকর্তাগন, দেবহাটা থানা পুলিশ, রাজনৈতিক ব্যক্তিবর্গ।