দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেয়া হয়েছে। শনিবার সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সভাপতি আল মাহমুদ পলাশ ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ডাঃ আব্দুর রহমান হাবিব এর যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি এই তথ্য জানানো হয়।
কমিটিতে অ্যাড. আছাবুর রহমানকে সভাপতি ও অ্যাড. ক্লার্ক মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।
এছাড়া উক্ত কমিটিতে ৯ জন সহ-সভাপতি, ৫ জন যুগ্ম সাধারন সম্পাদক, ৫ জন সাংগঠনিক সম্পাদক ছাড়াও ৫০ জনকে সদস্য মনোনীত করা হয়েছে।