দেবহাটা প্রতিনিধি : সাতক্ষীরার দেবহাটা থানায় দায়িত্বরত পুলিশ কনস্টেবল শেখ সিরাজুল ইসলাম পিপিএম-এর অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় থানার হলরুমে আনুষ্ঠানিক ভাবে তাকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা, পুলিশ পরিদর্শক (তদন্ত) ফরিদ আহমেদ, সেকেন্ড অফিসার এসআই নয়ন চৌধুরী, এসআই আবু হানিফ, এসআই আসিফ মাহমুদ, এসআই হাফিজুর রহমান, এসআই আশিক, এসআই নূর মোহাম্মাদসহ থানার সকল পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
সংবর্ধনা শেষে থানার সুসজ্জিত গাড়ীতে অফিসার ও ফোর্সসহ সম্মানের সাথে অবসর প্রাপ্ত পুলিশ সদস্য শেখ সিরাজুল ইসলামকে তার গ্রামের বাড়ীতে পৌঁছে দেয়া হয়।
উল্লেখ্য, শেখ সিরাজুল ইসলাম ২০০৩ সালে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানায় দায়িত্বরত অবস্থায় পিপিএম সাহসী পুরষ্কারে ভুষিত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *