দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় অভিযান চালিয়ে ৩০ বোতল ফেনসিডিলসহ বায়েজিদ হোসেন (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার ভোররাতে থানার সেকেন্ড অফিসার এসআই মোবাশ্বের আলীসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পারুলিয়া ইউনিয়নের পলগাদা এলাকায় অভিযান চালিয়ে ৩০ বোতল ফেনসিডিলসহ তাকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত বায়েজিদ হোসেন উপজেলার কুলিয়া ইউনিয়নের খাসখামার গ্রামের রুহুল আমিন গাজীর ছেলে। গ্রেফতার পরবর্তী তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে পুলিশ।