দেবহাটা প্রতিনিধি : দেবহাটার রুপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রে যাতায়াত ব্যবস্থা উন্নতকরণে টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সামনের কার্পেটিং রাস্তা থেকে পর্যটন কেন্দ্রটির অভিমুখ পর্যন্ত ১ হাজার মিটার হেরিং বোন বন্ড (এইচবিবি) রাস্তা নির্মানের উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার উক্ত রাস্তাটির নির্মান কাজ উদ্বোধন করা হয়েছে।
দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ২০২১-২২ অর্থ বছরে ৫৭ লক্ষ ৯৬ হাজার ৯০০ টাকা ব্যায়ে এইচবিবি রাস্তাটি নির্মান সম্পন্ন হবে। রাস্তাটির নির্মান কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুজিবর রহমান ও নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।
এসময় ঠিকাদার কল্যান সমিতির নেতা ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কাশেম, আওয়ামীলীগ নেতা ও ঠিকাদার শেখ মারুফ হোসেন, এইচবিবি রাস্তার কাজ বাস্তবায়নের দায়িত্বরত ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রধান মোকলেছুর রহমান মুকুলসহ বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।