সাতক্ষীরার দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওনের পিতা মিজানুর রহমান মিনু (৫৫) আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। শনিবার দুপুর ১টায় উপজেলার সখিপুরস্থ নিজস্ব বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি দীর্ঘদিন ডায়াবেটিস ও ব্রেইন স্ট্রোক জনিত প্যারালাইসিসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। ব্যাক্তিগত জীবনে তিনি জেলার অন্যতম স্বনামধন্য ভিডিওগ্রাফার ছিলেন।
তার মৃত্যুতে অনলাইন নিউজ পোর্টাল সাতক্ষীরা টাইমস টোয়েন্টিফোর ডটকম পরিবারের পক্ষ থেকে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সববেদনা জানানো হয়েছে।
শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা টাইমস টোয়েন্টিফোর ডটকম এর প্রধান উপদেষ্টা সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, সম্পাদক মন্ডলির সভাপতি সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য ও কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব শেখ আমজাদ হোসেন, উপদেষ্টা যশোর জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, সম্পাদক ও প্রকাশক আলতাফ হোসেন বাবু, স্টাফ রিপোর্টার নাহিদ হাসান লিটু, আনিছুর রহমান, মামুন উর রশিদ, উত্তম কুমারসহ পত্রিকায় কর্মরত বিভিন্ন পর্যায়ের সাংবাদিক বৃন্দ।