দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের নের্তৃবৃন্দরা।
বৃহষ্পতিবার সকাল থেকে পর্যায়ক্রমে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী ও অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ’র সাথে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় করেন।
এসময় মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আহ্বায়ক সিরাজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক গোলাম মহিউদ্দীন, যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের, সদস্য সচিব মনিরুজ্জামান কেল্টু, সদস্য সেলিনা পারভীন, শেফালী পারভীন সহ সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।