অনলাইন ডেস্ক : জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কেএম আলী আজম বলেন, দেশ এগিয়ে যাচ্ছে। আমাদের দেশে সম্পদ খুবই সীমিত। আমাদের সমচেয়ে বড় সম্পদ হচ্ছে মানবসম্পদ। দেশকে উন্নত দেশের কাতারে দাড় করাতে জনসম্পদকে পরিণত দক্ষ জনসম্পদে পরিণত করতে হবে। দেশকে নিজের মনে কাজ করতে হবে। জীবন একটাই।

সেজন্য মানুষের জন্য কাজ করে যেতে হবে। যাতে মানুষ কর্মের কারণে মনে রাখে। ব্যক্তি মানুষের কোন দাম নেই। কাজের মাধ্যমে অর্জন তাকে পরিচিত করে তোলে। নিজেকে চিনতে হবে, নিজেকে জানতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান এবং আগামী প্রজন্মের প্রতি নজর দেওয়া। তাদের সঠিক শিক্ষা দিতে হবে। যে শিক্ষা গুনগত মান সম্পন্ন মানুষ হিসেবে সমাজে ভূমিকা রাখতে পারে।

তিনি আরও বলেন, সাতক্ষীরা একটি অপার সম্ভাবনাময় জেলা। এখানকার প্রধান সমস্যা জলাবদ্ধতা ও প্রাকৃতিক দুর্যোগপ্রবণ। জলাবদ্ধতা অনেকটা দুর হচ্ছে। দুর্যোগ সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে হবে।

দুর্যোগের ক্ষয়-ক্ষতি অনেক কমানো সম্ভব হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কেএম আলী আজমের সাথে উপজেলা পর্যায়ে জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শনিবার দুপুরে উপজেলা অডিটোরিয়ামে সদর উপজেলা প্রশাসন এ সভায় আয়োজন করে।

জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় কমিশনার ইসমাইল হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল, উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহর, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন প্রমুখ।

বক্তারা বলেন, উপকূলীয় এলাকায় প্রতিবছর প্রকৃতিক দুর্যোগের সম্মুখীন হচ্ছে। উপকূলীয় অনেক এলাাকর বাঁধ আজও ঝূর্কিপূর্ণ। টেকসই বাধের জন্য বরাদ্দ বাড়িয়ে দ্রুত টেকসই বাধের কাজ শুরু করার দাবী করেন। এছাড়া সাতক্ষীরার আকর্ষণ সড়ক পথে সুন্দরবন। স্লোগান কাজে আসছে না।

সাতক্ষীরা থেকে শ্যামনগর পর্যন্ত সড়কের বেহাল দশার কারণে পর্যটক এখানে আসতে চাননা। এই বিষয়ে প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করেন। সৎ এবং নিষ্ঠার সাথে তিনি সদর উপজেলা ইউএনও হিসবে কাজ করেছেন। পুরোনো কর্মস্থলে আসার জন্য সবাই ধন্যবাদ জানান বক্তারা।

২০০১ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। এসময় স্মৃতিচারণ করেন সেই সময়ের সহকর্মীরা। এসময় কৃষকের মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতরণ করেন। উপজেলা পরিষদে সেবাপ্রার্থীর বসার জন্য নির্মিত বিশ্রামশ্রার ছায়াবিথী উদ্বোধন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *