বিশেষ প্রতিনিধি: দেশজুড়ে সাম্প্রদায়িক হানাহানির প্রতিবাদে সাতক্ষীরায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কে অবস্থিত জেলার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সংস্কৃতিকর্মী ও প্রগতিশীল শিক্ষার্থীরা গানে গানে প্রতিবাদ কর্মসূচিতে
অংশগ্রহণ করে। শুক্রবার দুপুরে এ কর্মসূচির আয়োজন করে গণ সাংস্কৃতিক মৈত্রী।
কর্মসূচিতে প্রতিবাদী বার্তা জানায় অদিতি আদৃতা সৃষ্টি, রুবিনা পারভীন রুমি, ফারহান, ফায়সাল, ইথিকা আদৃতা নিহা, সুমাইয়া পারভীন ঝরা, আসিফ নেওয়াজ, প্রমুখ।
সংস্কৃতিকর্মীরা জানায়, অসাম্প্রদায়িক চেতনায় আমরা বাংলাদেশ স্বাধীন হয়েছিল। এদেশে কোন সাম্প্রদায়িকতা থাকবে না। ধর্মের নামে কোন হানাহানি চলতে পারে না। আমাদের বাংলাদেশ হবে অসাম্প্রদায়িক সোনার বাংলা। কর্মসূচিতে অসাম্প্রদায়িক বাংলাদেশে সাম্প্রদায়িকতা রূখে দিতে সমন্বিত কণ্ঠে বিভিন্ন গণসংগীত পরিবেশিত হয়।