দৈনিক অনির্বাণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আলী আহমেদ আর নেই! ২৯ এপ্রিল দুপুর সাড়ে ১২ টার দিকে খুলনা মহানগরীর নার্গিস মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দৈনিক অনির্বাণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আলী আহমেদ ইন্তিকাল করেন (ইন্নালিল্লাহি অইন্না ইলাহি রাজেউন)। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।
দৈনিক অনির্বাণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আলী আহমেদ’র মৃত্যুতে অনলাইন নিউজ পোর্টাল সাতক্ষীরা টাইমস টেয়েন্টিফোর ডটকম পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।
শোক বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা টাইমস টোয়েন্টিফোর ডটকম এর সম্পাদক মন্ডলির সভাপতি সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য ও কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব শেখ আমজাদ হোসেন, সম্পাদক আলতাফ হোসেন বাবু, স্টাফ রিপোর্টার নাহিদ হাসান লিটু, মামুন উর রশিদ রিজভী, উত্তম কুমার প্রমুখ ।