আশাশুনি প্রতিনিধি : দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক রবিউল ইসলাম তোতার ও আশাশুনি রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমানের মা মোছাঃ আছিয়া খাতুন (৭২) ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহি..রাজেউন)। মরহুমা বুধহাটা ইউনিয়নের নৈকাটি গ্রামের আলহাজ্ব আবুল কাশেম মোড়লের স্ত্রী।
জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত ৮টার দিকে স্ট্রোক জনিত রোগে অসুস্থ হলে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টা ২০ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্বামী, ৪ পুত্র ও ২ কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
বুধবার বাদ জোহর নৈকাটী ফুটবল মাঠে মরহুমার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন সম্পূর্ণ করা হয়। নামাজে জানাযায় ইমামতি করেন পারুলিা মাদ্রাসার সহকারী শিক্ষক মাওঃ আবদুল হান্নান।
এসময় সাতক্ষীরা ৩ আসনের এমপি প্রতিনিধি শম্ভুজিত কুমার মন্ডল, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ঢালী মোঃ শামসুল আলম, আওয়ামী লীগ নেতা দীপঙ্কর বাছাড় দীপু, কুঁন্দুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফুল ইসলাম (বাচ্চু), শম্ভুজিৎ মন্ডল, দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সহ-সম্পাদক রবিউল আলম, জনসেবা ক্লিনিকের প্রোঃ শাহিন আলম, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, আশাশুনি সরকারি কলেজের শিক্ষক বৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।