দৈনিক পত্রদূতের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা স. ম. আলাউদ্দীনের মেঝ ভাই স. ম. নাসির উদ্দীন আর নেই (ইন্নালিল্লাহে…রাজেউন)। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫বছর।
তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী তিন ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দৈনিক পত্রদূত সম্পাদক বীর মুক্তিযোদ্ধা স. ম. আলাউদ্দীন হত্যা মামলার বাদী ছিলেন। আজ মঙ্গলবার (২৭ জুলাই) বাদ জোহর তালা উপজেলার মিঠাবাড়ি গ্রামে অবস্থিত ঈদগাহে জানাযা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।
স. ম. নাসির উদ্দীনের মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি। পরম করুণাময় মহান আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আমিন।