খুলনা, ০৩ ভাদ্র (১৮ আগস্ট) : ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান এক দিনের সফরে আগামীকাল ১৯ আগস্ট (বৃহস্পতিবার) খুলনা আসছেন।
সফরসূচি অনুযায়ী প্রতিমন্ত্রী ১৯ আগস্ট সকাল সাড়ে ১০টায় খুলনা জেলার রূপসা উপজেলার শিয়ালী গ্রামের ক্ষতিগ্রস্ত হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়ি-ঘর পরিদর্শন, স্থানীয়দের সাথে মতবিনিময় এবং ভূক্তভোগী পরিবারের মাঝে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ করবেন।
তিনি বেলা আড়াইটায় খুলনা সার্কিট হাউস সম্মেলনকক্ষে বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় নেতৃবৃন্দের সাথে আন্ত:ধর্মীয় সংলাপে যোগদান করবেন। পরে প্রতিমন্ত্রী ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।