এস এম সোহাগ রানা : সাতক্ষীরার তালা উপজেলাযর ধানদিয়া ইউনিয়নে পানিতে ডুবে এক শিশুর করুন মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১১ টার দিকে তালা উপজেলার ১নং ধানদিয়া ইউনিয়নের ধানদিয়া কাটাখালী গ্রামের সম্রাট হোসেনের পুত্র মুজাহিদ হোসেন (আড়াই বছর) বাড়ির পাশ্ববর্তী ঘেরের পানি নিষ্কাশনের পাইপের মধ্যে পড়ে তার মৃত্যু হয়।
প্রতিবেশিরা জানান, (বুধবার) সকাল ১১ টার দিকে মুজাহিদ কে নিয়ে তার ছোট চাচা ইস্রাফিল বাড়ির পশ্চিম পাশে কারেন্ট জাল নিয়ে মাছ ধরতে যায়।
এ সময় মুজাহিদকে ঘেরের ভেঁড়ির উপর রেখে তার চাচা জাল পাতাতে নেমে গেলে সে সময় সবার অজান্তে ঘেরের পানি নিষ্কাশনের পাইপের মধ্যে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে মৃত্যু অবস্থায় পাইপের মধ্য থেকে বের করেন তার পিতা সম্রাট হোসেন । শিশু মুজাহিদ হোসেনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।