এস এম সোহাগ রানা : ” শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে, সাতক্ষীরার তালা উপজেলার সেনেরগাঁতী মাধ্যমিক বিদ্যালয় নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার সাতক্ষীরা জেলার তালা উপজেলায় ১নং ধানদিয়া ইউনিয়নের সেনেরগাঁতী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যালয়ের নব নির্মিত ভবন উদ্বোধন করেন তালা কলারোয়া-০১ আসনের সংসদ সদস্য এডঃ মোস্তফার লুৎফুল্লাহ।

এ সময় তিনি বলেন আজকের শিক্ষার্থীরা হবে আগামী দিনের কর্ণধর। এই নতুন প্রজন্মকে স্বাধীনতার সঠিক ইতিহাস জ্ঞান প্রদান করতে হবে ভবিষ্যতে জাতির কাছে সঠিক ইতিহাস তুলে ধরবে।

তিনি আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা জাতির ভাগ্য উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ বিশ্বের কাছে এখন একটি রোল মডেল হিসেবে পরিচিতি পেয়েছে।

অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, সাতক্ষীরা প্রকৌশলী শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রিংকন বিশ্বাস, তালা উপজেলা পরিষদের সরদার মশিউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাঁপড়ি।

এছাড়া উপস্থিত ছিলেন ১ নং ধানদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডাঃ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মাস্টার শহিদুল ইসলাম, ইউনিয়ন ওয়ার্কার্স পার্টির সভাপতি গাজী রহমুদ্দীন, ২নং নগরঘাটা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান (লিপু), ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক খান মোঃ আফজাল হোসেন, ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক (রাজু), সাংবাদিক সোহাগ হোসেন রানা, স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক জাকির হোসেন।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেনেরগাঁতী মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ময়নুল হাসান। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার আব্দুল মজিদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *