মেহেদী হাসান শিমুল : পবিত্র রমজান উপলক্ষে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ শে এপ্রিল )২৫ শে রমজান , ব্রক্ষ্মরাজপুর বাজারে অবস্থিত বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার পূর্ব আলোচনা সভায় ধুলিহর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ বোরহান উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু সানার সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শাহজাহান আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক গনেশ চন্দ্র মন্ডল, আ’লীগ নেতা স,ম জালাল উদ্দিন , বীর মুক্তিযোদ্ধা সফিক আহম্মেদ, মকবুল সরদার, আব্দুল ওহাব চৌধুরী, আব্দুস সালাম, ভৈরব চন্দ্র মন্ডল, আব্দুল মজিদ, আরশাদ আলী, দীনেশ দত্ত ,কবিরুল ইসলাম, শফিকুল ইসলাম শফি, যুবলীগ নেতা বাবলুর রহমান( বাবু), সাংবাদিক আসাদুল ইসলাম, রবিউল ইসলাম , মেহেদী হাসান শিমুল, জয়নাল আবেদিন, শহীদ গাজী প্রমুখ। ইফতার ও দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা মনিরুজ্জামান শাহিন।