মেহেদী হাসান শিমুল : ধুলিহর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় ব্রক্ষ্মরাজপুর বাজারে অবস্থিত বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে ২৫শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ধুলিহর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক গনেশ চন্দ্র মন্ডল, আওয়ামী লীগ নেতা স,ম জালাল উদ্দিন, আব্দুস সালাম ভৈরব চন্দ্র মন্ডল, আব্দুল মজিদ, আরশাদ আলী, কবিরুল ইসলাম, শফিকুল ইসলাম শফি, যুবলীগ নেতা বাবলুর রহমান, জয়নাল হোসেন, সুকদেব ঘোষাল প্রমুখ উপস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাবু সানা। আলোচনা সভায় প্রধান অতিথি সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান আলী গণহত্যা দিবস নিয়ে আলোচনা করেন এবং ২৬ শে মার্চ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে জেলা আওয়ামী লীগের আয়োজনে
স্বাধীনতা দিবস উপলক্ষে র্যালীতে /শোভাযাত্রায় অংশগ্রহণের জন্য নেতাকর্মীদের আহ্বান জানান।
আজ ভয়াল ২৫ মার্চ, জাতীয় গণহত্যা দিবস। ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে পাকিস্তানি হানাদার বাহিনী কাপুরুষের মতো ‘অপারেশন সার্চলাইট’ নামে ঢাকাসহ সারা দেশে নিরস্ত্র বাঙালিদের ওপর অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে ঝাঁপিয়ে পড়ে। মেতে ওঠে ইতিহাসের নৃশংসতম গণহত্যায়, যা কালরাত হিসেবে পরিচিত।