স্টাফ রিপোর্টার : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাতক্ষীরা সদর উপজেলার ৮নং ধুলিহর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী স.ম মশিউর রহমান ফিরোজ মনোনয়নপত্র জমা দিয়েছেন।
শুক্রবার সকালে সদর উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন। স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী স.ম মশিউর রহমান ফিরোজ ৮নং ধুলিহর ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক সফল চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম স.ম আব্দুর রউফ এর ছেলে। ব্যক্তিগত জীবনে তিনি ব্যবসায়ী ও সাংবাদিক।
তিনি ইতিমধ্যেই ইউনিয়নবাসির সমর্থনে এগিয়ে আছেন। তিনি পিতার আদর্শ থেকে অনুপ্রাণিত হয়ে নির্বাচনে অংশগ্রহন করছেন। তিনি ইউনিয়নবাসির কাছে দোয়া চেয়েছেন।