দেবহাটা প্রতিনিধি : দেবহাটার নওয়াপাড়ায় শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল বিতরণ করা হয়েছে। শনিবার বেলা ১২ টায় এলজিএসপি-৩ এর অর্থায়নে নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে ১০ জন গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে এসব বাই সাইকেল বিতরণ করা হয়।
সাইকেল বিতরণ অনুষ্ঠানে নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলীর সভাপতিত্বে প্রধান অথিতির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।
এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোনায়েম হোসেন, আজগার আলী, নুরুজ্জামান সরদার, মিজানুর রহমান মিজান, শাওকাত আলী, আসমাতুল্লাহ গাজী, জাকির হোসেন, মনিরুল ইসলাম, ফরিদা পারভান, লায়লা পারভীন লিলি, খাদিজা পারভীন কনা প্রমূখ।
অনুষ্ঠান শেষে করোনা পরিস্থিতি মোকাবেলায় উপজেলা নিবার্হী অফিসার এক হাজার মাস্ক বিতরণের জন্য ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলীর হাতে তুলে দেন।