দেবহাটা প্রতিনিধি : দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত জনপ্রতিনিধিগণের সংবর্ধনা ও অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
বৃহষ্পতিবার বেলা ১২টায় জাঁকজমকপূর্ণ এ সংবর্ধনা ও অভিষেক অনুষ্ঠানের মধ্যদিয়ে পরিষদের দায়িত্বে আনুষ্ঠানিকভাবে অধিষ্ঠিত হয়েছেন নব-নির্বাচিত চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলীসহ সকল জনপ্রতিনিধিগণ।
উক্ত সংবর্ধনা ও অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হারুন-অর-রশিদ, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আল ফেরদাউস আলফা, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, সিমরা গ্রুপ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তাহেরুল ইসলাম প্রমুখ।
এসময় আওয়ামী লীগ নেতা শরৎ চন্দ্র ঘোষ, নাজমুস শাহাদাত নফর বিশ্বাস, জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সুভাষ চন্দ্র ঘোষ, সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল কাইয়ুম, নওয়াপাড়া ইউনিয়নের নব-নির্বাচিত ইউপি সদস্য মোনায়েম হোসেন, আজগর আলী, নুরুজ্জামান সরদার, আসমাতুল্যাহ গাজী, শওকত হোসেন, মাহমুদ গাজী, জাকির হোসেন, মনিরুল ইসলাম, সংরক্ষিত আসনের মহিলা সদস্যা ফরিদা পারভীন, খাদিজা পারভীন কনা ও লায়লা পারভীনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।