দেবহাটা প্রতিনিধি : নবাগত দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন কুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী প্রাননাথ দাশ।
বৃহষ্পতিবার বেলা ১১টার দিকে নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীকে ফুলেল শুভেচ্ছা জানান তিনি।
উল্লেখ্য, আসন্ন কুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীতা ঘোষনা দিয়ে দীর্ঘদিন মাঠে রয়েছেন প্রাননাথ দাশ। একইসাথে তার পরিচালিত একটি স্বেচ্ছাসেবক সংগঠনের পক্ষ থেকেও এলাকার মানুষের সেবা করে যাচ্ছেন তিনি। অব্যাহতভাবে করছেন গনসংযোগ ও নির্বাচনী সভা-সমাবেশ।