নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার কৃতি-সন্তান ১২ বারের দ্রুততম মানবী
অলিম্পিয়ান, আন্তর্জাতিক ক্রীড়াবিদ শিরিন আক্তারকে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক গাজী’র সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ক্লাব প্রেসিডেন্ট রোটারী ক্লাব অব জাহাঙ্গীর নগর ঢাকা’র ডিস্ট্রিক ৩২৮১ নাজনীন আরা নাজু।
সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রোটারী ক্লাব অব
জাহাঙ্গীরনগর ঢাকা জয়েন্ট সেক্রেটারি ২০২২-২০২৩ ও ভোমরা ইউনিয়ন পল্লীশ্রী মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এবং সিইও লিংটেক আইটি প্রকৌশলী শামস্ ইশতিয়াক শোভন।
এ সময় উপস্থিত ছিলেন নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটির বিদ্যুৎসায়ী সদস্য ও বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মন্জুরুল হক, নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের ১৯৮২ ব্যাচের শিক্ষার্থী দিলরুবা আফরোজ লিভি, নাইমা সুলতানা, নাসরিন আরা শাহী, বিশিষ্ট ব্যবসায়ী শাহিনুর রহমান সাগর, নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সেলিম উল হক, সহকারী শিক্ষক নাজমুল লাইলা বিথী ও ইন্টার্যাক্ট ক্লাব অব জাহাঙ্গীরনগর ঢাকা’র সদস্য মার্জিয়া নুসরাত প্রমূখ।
আলোচনা সভা শেষে দ্রুততম মানবী শিরিন আক্তারকে ক্রেষ্ট ও ফুল
দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। এসময় সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা
উপস্থিত ছিলেন।