নব জীবন এর উদ্যোগে এবং নভো জীবন, ইউকে এর আর্থিক সহযোগীতায় রবিবার ০২ জানুয়ারী ২০২২ নব জীবন সেন্টারে ওপেন ইওর আইস থ্রু ক্যাটারাক্ট সার্জারী প্রজেক্ট এর আওতায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানী রোগী বাছাই কার্যক্রম বাস্তবায়ন করা হয় এবং অপারেশনযোগ্য রোগীদেরকে ছানি অপারেশনের জন্য যশোর এ প্রেরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব ফাতেমা-তুজ-জোহরা। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দৃষ্টি মানুষের জন্মগত অধিকার। দৃষ্টি না থাকলে মানুষ যে কত অসহায় তা একমাত্র সেই বলতে পারে যার দৃষ্টি নাই।

নব জীবন এর বিশেষ উদ্যোগ এর কারণে তিনি নব জীবন এর ভূয়সী প্রশংসা করেন।ভবিষ্যতে যেন নব জীবন এইভাবে মানুষের পাশে থাকতে পারে সেই ব্যাপারে তিনি আশাবাদ ব্যাক্ত করেন। চলমান পরিস্থিতিতে উপস্থিত সকলকে সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং মাস্ক পরিধান করার নির্দেশনা প্রদান করেন।

এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলার সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, নব জীবন এর নির্বাহী পরিচালক তারেকুজ্জামান খান, নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ শেখ রফিকুল ইসলাম সহ নব জীবন কার্য নির্বাহী কমিটির সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ চক্ষু পরীক্ষা ও ছানি রোগী বাছাই সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নব জীবন কার্য নির্বাহী পরিষদের সভাপতি মোঃ শামসুল আলম খান। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন নব জীবন এর প্রজেক্ট ম্যানেজার মোঃ আলমগীর হোসেন।(প্রেস বিজ্ঞপ্তি)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *