দেবহাটা প্রতিনিধি : দেবহাটা উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন নওয়াপাড়া ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী। রোববার বেলা ১১টায় দেবহাটা থানা ভবনে অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহকে প্রথমে ফুলেল শুভেচ্ছা জানান তিনি।

পরে ১২টার দিকে দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওনসহ অন্যান্য গণমাধ্যমকর্মীদের সাথে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় করেন তিনি। এরপর দুপুর ১টার দিকে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান আলমগীর হোসেন সাহেব আলী।

পৃথকভাবে শুভেচ্ছা বিনিময়কালে প্রেসক্লাবের সকল গণমাধ্যমকর্মী ও ক্ষমতাসীন দলে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *