দীপক শেঠ, কলারোয়া : নারকীয় গ্রেনেড হামলার রক্তাক্ত ভয়াল-বিভীষিকাময় ২১শে আগস্টের ১৭তম বার্ষিকীতে কলারোয়ায় উপজেলা আওয়ামীলীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(২১ আগষ্ট) বিকালে পৌর মিলনায়তনে কলঙ্কময় দিনের আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আ’লীগের সহ সভাপতি ওয়াদুদ ঢালী।

উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক
রবির পরিচালনায় সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা
আ’লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এসএম আরাফাত হোসেন, উপজেলা আ.লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, সাংগঠনিক সম্পাদক বেনজির হোসেন হেলাল, পৌর আ’লীগ সাধারন সম্পাদক শহিদুল ইসলাম, আ’লীগ নেতা

পাবলিক ইনস্টিটিউটের সভাপতি সহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক এ্যাড: শেখ কামাল রেজা, আ.লীগ নেতা পৌর কাউন্সলির জাহাঙ্গীর হোসেন, পৌর কাউন্সিলর আকিমুদ্দীন আকি, পৌর কাউন্সিলর মেজবাহউদ্দীন নিলু, ইউনিয়ন আ’লীহ নেতা মাস্টার হাফিজুর রহমান, সরদার আনছার আলী, সাবেক ছাত্রলীগ নেতা আব্দুস সালাম, স্বেচ্ছাসেবক লীগ নেতা আশিকুর রহমান মুন্না, ছাত্রলীগ নেতা মেহেদী হাসান ফাহিমসহ আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সভা শেষে, ২০০৪ সালের এই দিনে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আ’লীগ সমাবেশে অকল্পনীয় এক নারকীয় গ্রেনেড হামলায় মহিলা আওয়ামীলীগ নেত্রী
বেগম আইভী রহমানসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *