দেবহাটা প্রতিনিধি : নারী নির্যাতন নিমূলকরণে দেবহাটাতে ব্র্যাকের ১৬ দিনব্যাপী প্রচারাভিযান অব্যহত রয়েছে। ২৫ নভেম্বর থেকে শুরু হওয়া এ প্রচারাভিযানের অংশ হিসেবে বুধবার সকালে উপজেলার জোয়ার গুচ্ছগ্রাম এলাকায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় ব্র্যাকের জেলা ব্যবস্থাপন হুমায়ূন কবির, দেবহাটা ব্রাঞ্চের সামাজিক ক্ষমতায়ন ও আইনী সহায়তা কর্মসূচীর অফিসার সামছুন্নাহার, ফারহানা পারভীন মুক্তি, রোজিনা পারভীন, নাজমা আক্তার, ফাতেমা খানম, ফাতেমা পারভীন, কুলসুম, মর্জিনা বেগম, আছিয়া খাতুন, সোনিয়া সুলতানা, হামিদা পারভীনসহ ব্র্যাকের নারী সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে মঙ্গলবার সখিপুর মোড়স্থ উপজেলা কার্যালয়ে ক্লাইন্ট ওয়ার্কশপ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।