এম হাফিজুর রহমান শিমুল : সাতক্ষীরার কালিগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহে বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্যদিয়ে শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ নভেম্বর) বেলা ১১ টায় কালিগঞ্জ ফায়ার সার্ভিস এর আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠান জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে পতাকা উত্তোলন ও শান্তির প্রতিক পায়রা উড়ানো এবং কেককাটা হয়।
পরে কালিগঞ্জ ফায়ার সার্ভিস এর স্টেশন কর্মকর্তা বিল্লাল হোসেন মৃধার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম।
ফায়ার সার্ভিস এর কর্মকর্তা আব্দুল হান্নান এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান, কালিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সাংবাদিক সমিতি কালিগঞ্জ শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন অগ্নিকান্ড, বন্যাসহ যেকোন দুর্যোগে নিজেদের জীবনকে বাজীরেখে জনকল্যাণে কাজ করে যাচ্ছে ফায়ার সার্ভিস এর সদস্যরা। সেই প্রতিষ্ঠালগ্ন থেকে এবাহিনী দেশের জন্য বিশেষ অবদান রাখেন। এছাড়াও সড়ক দুর্ঘটনায় আহত, নিহত ও মারাত্মক যখমীদের দ্রুততম সময়ের মধ্যে উদ্ধারে সেবা দিয়ে থাকেন ফায়ার সার্ভিস।
তবে কালিগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসে জনকল্যাণে সেবার মান বাড়াতে প্রয়োজন এ্যাম্বুলেন্স। একারণে সংশ্লীষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে তিনি আরও বলেন বর্তমান সরকারের সময়ে ফায়ার সার্ভিস অনেকটা আধুনিকায়ন হয়েছে।
অনুষ্ঠানে কালিগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুলসহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কালিগঞ্জ কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।