পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : সুস্বাস্থ্যের মূলনীতি, নিরাপদ খাদ্য ও স্বাস্থ্যবিধি”এই প্রতিপাদ্য বিষয় নিয়ে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় ও উন্নয়ন প্রচেষ্টার কৃষি ইউনিটের আওতায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস-২০২২ উদযাপন করা হয়। বুধবার বেলা ১১ টায় এ উপলক্ষে র্যালি তালা উপজেলা চত্বরে অনুষ্ঠিত হয়।
উন্নয়ন প্রচেষ্টার পরিচালক শেখ ইয়াকুব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাপড়ি,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন; সিনিয়র বৈজ্ঞানিনিক কর্মকর্তা মোঃ বাবুল আক্তার, কৃষক; নিরাপদ সবজি বিক্রেতা; লিফট কর্মকর্তা; এসইপি ও ইউনিট কর্মকর্তা। আলোচনা সভায় উপজেলা কৃষি কর্মকর্তা বলেন “ আমাদের জীবন কে সুন্দর করতে ও সুস্থ জীবন গড়তে নিরাপদ খাদ্যের বিকল্প কিছু নেই”।
বিনার সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা বলেন “ আমাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়েছে কিন্তু নিরাপদ খাদ্য এখনো নিশ্চিত হয়ে উঠেনি তাই নিরাপদ খাদ্য তথা নিরাপদ ফসল চাষ বাড়াতে হবে”। উপজেলা ভাইস চেয়ারম্যান বলেন “নিরাপদ খাদ্য তৈরি করতে হলে তা আমাদের পরিবার থেকে শুরু করতে হবে। আমাদের বসত বাড়ির আঙ্গিনায় নিরাপদ ও বিষমুক্ত শাক সবজি চাষ করে নিরাপদ খাদ্য গ্রহণ বাড়াতে হবে”।
অনুষ্ঠানে জীবন ও স্বাস্থ্য রক্ষায় নিরাপদ খাদ্য বিষয়ে ৩০ জন ছাত্রী রচনা প্রতিযোগিতা ও কুইজে অংশগ্রহণ করেন। পরে রচনা প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী ও কুইজে বিজয়ী ০৫ জন সহ সর্বমোট ০৮ জন প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন উন্নয়ন প্রচেষ্টার কৃষি কর্মকর্তা মোঃ নয়ন হোসেন।