দীপক শেঠ, কলারোয়া : নির্বাচনী পোস্টার টাঙ্গানোকে কেন্দ্র করে কলারোয়ায় ইউনিয়নে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১১ জন আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে, শনিবার(২৭ মার্চ) বেলা ১১ টার দিকে উপজেলার ১২ নং যুগিখালী ইউনিয়নের বামনখালি বাজারে। ঘটনায় উভয় পক্ষের আহত কয়েকজন কলারোয়া হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বামনখালী বাজারে আ’লীগ মনোনীত ইউপি চেয়ারম্যান প্রার্থী রবিউল হাসানের কর্মী-সমর্থকরা নৌকার পোস্টার ও যুগিখালী ইউনিয়ন আ’লীগের সভাপতি স্বতন্ত্র প্রার্থী আবুল বাশারের কর্মীরা ঘোড়া মার্কার পোস্টার টাঙ্গানোকে কেন্দ্র করে উভয় পক্ষের কথা কাটাকাটি শুরু হয়।
কথা কাটাকাটির এক পর্যায়ে সেটি হাতাহাতিতে পৌঁছালে উভয় পক্ষের ১১ জন কর্মী আহত হয়েছেন। আহতরা হলেন, নেছার আলী (২৬), ওমর ফারুক (২৭), মনিরুল হাসান (৩০), নাজমুল ইসলাম (২৮), টিপু (২৫), সেলিম (৩১), সাদ্দাম হোসেন (২৮), আছুবার (২৫), দেলওয়ার (২৬), সানারুল (৩৮) ও ফজর আলী (৩২)।
এ ব্যাপারে, নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী রবিউল হাসান জানান, ঘটনার আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য কলারোয়া থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।