শ্যামনগর, নূরনগর প্রতিনিধি : শ্যামনগর উপজেলার নূরনগর মানবতার কল্যাণ ফাউন্ডেশন এর পক্ষ থেকে ১২ ডিসেম্বর বিকাল ৪ টায় হাবিবপুর শিয়া সম্প্রদায়ের অসহায় শীতার্ত প্রতিবন্ধী ও খেটে খাওয়া মানুষের মাঝে একটু উষ্ণতার জন্য মানবতার আহবানে কম্বল বিতরণ করা হয়েছে।
উল্লেখ্য, নূরনগর মানবতার কল্যাণ ফাউন্ডেশন এর পক্ষ থেকে এর আগে নূরনগর এলাকায় বিভিন্ন এতিমখানা মাদ্রাসার ছাত্র, ভিক্ষুক, দুস্ত, প্রতিবন্ধী অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
নূরনগর মানবতার কল্যাণ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা পরিচালক শেখ আল মামুন বলেন, এ পর্যন্ত আমারা ১৫০ পিচ কম্বল বিতরণ করেছি তাছাড়া পুরো শীতকাল জুড়ে অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হবে। মানবতার এই কাজে সমাজের বিত্তবান মানুষদের এগিয়ে আসার আহবান জানাই।
উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হাবিবপুর শিয়া সম্প্রদায়ের সম্মানিত সভাপতি অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সার্জেন্ট শেখ রওশান আলম, সেক্রেটারি শেখ মহব্বত আলী, শিয়া মসজিদ এর পেশ ইমাম মাওলানা সাজিদুল ইসলাম সহ নূরনগর মানবতার কল্যাণ ফাউন্ডেশন এর সদস্যবৃন্দ।