শেখ আল মামুন : ৩রা জমাদিউস সানি, সর্বশ্রেষ্ঠ নবী হযরত মোহাম্মদ সঃ এর দুখিনী কন্যা, জান্নাতের সম্রাজ্ঞী, বিশ্ব জগতের সর্বশ্রেষ্ঠ নারী হজরত ফাতেমা যাহারা সঃ আঃ এর পবিত্র শাহাদাত দিবস উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবার ও শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নের হাবিবপুর গুলশানে যাহারা ইমাম বাড়িতে ৬ ই জানুয়ারি বৃহস্পতিবার দুপুর ২টায় শোক মজলিস ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
উক্ত শোক মজলিস এ প্রধান অতিথি হিসেবে কুরআন ও হাদিস থেকে মূল্যবান আলোচনা পেশ করেন, হাবিবপুর শিয়া মসজিদের পেশ ইমাম মাওলানা সাজিদুল ইসলাম। মা ফাতেমা সঃ আঃ স্বরণে শোক নওহা পেশ করেন, জুলফিকার আলি, তৌকির হাসান সোহাগ, সোয়েব প্রমুখ।
সমগ্র শোক মজলিস পরিচালনা করেন শিয়া মসজিদ এর সম্মানিত সভাপতি অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সার্জেন্ট শেখ রওশান আলম।