কাবাগৃহে জন্মগ্রহণের সৌভাগ্য অর্জনকারী একমাত্র সাহাবী ও আহলে বাইতের মহান ইমাম হযরত আলী (আলাইহিস সালাম) ১৯ রমজান কুফা মসজিদের মেহরাবে যখন অভিশপ্ত ইবনে মুলজিমের বিষাক্ত তরবারীর আঘাতে রক্তাক্ত হলেন তখন তিনি একটি বাক্যই বলেছিলেন: فُزْتُ وَ رَبّ الْکَعْبَة অর্থাৎ ‘কাবার রবের শপথ! আমি সফলকাম হলাম’।

শাহাদতপিয়াসী আলী (আ.) যখন মৃত্যুশয্যায় শায়িত, তাঁর সঙ্গীরা মানসিকভাবে বিপর্যস্ত, সবাই কাঁদছে, চারিদিকে ক্রন্দনের শব্দ কিন্তু আলী (আ.)-এর মুখ হাস্যোজ্জ্বল। তিনি বলছেন, “আল্লাহর শপথ! আমার জন্য এর চেয়ে উত্তম কি হতে পারে যে, ইবাদতরত অবস্থায় শহীদ হব?”

২১ রমজান পৃথিবী হারিয়েছিল বিশ্বনবী-(সা)’র শ্রেষ্ঠ প্রতিনিধি ও শ্রেষ্ঠ অনুসারীকে, হারিয়েছিল বিশ্বনবী (সা)’র জ্ঞান-নগরীর মহা-তোরণকে, হারিয়েছিল রাসূল (সা)’র পর সবচেয়ে দয়ালু ও উদার আত্মার অধিকারী মানুষ এবং হেদায়াতের উজ্জ্বলতম প্রদীপকে।

সেদিন মুসলিম বিশ্ব অত্যন্ত দুঃসময়ে হারিয়েছিল সাধনা ও আধ্যাত্মিক পূর্ণতার সর্বোত্তম আদর্শকে, ন্যায়বিচার প্রতিষ্ঠায় মহানবী (সা)’র নিজ হাতে গড়ে তোলা ইসলামের শ্রেষ্ঠ সেনাপতি ও সবচেয়ে আপোষহীন নেতাকে।

হযরত আলী আঃ এর পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে ২২ এপ্রিল শুক্রবার রাত আটটায় শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়ন এর হাবিবপুর গুলশানে যাহারা ইমাম বাড়িতে শোক মজলিস অনুষ্ঠিত হয়েছে।

উক্ত শোক মজলিস এ পবিত্র কোরআন ও হাদিস থেকে মূল্যবান আলোচনা পেশ করেন মাওলানা সাজিদুল ইসলাম।

সমগ্র শোক মজলিস পরিচালনা করেন গুলশানে যাহারা ইমাম বাড়ির সম্মানিত সভাপতি অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সার্জেন্ট শেখ রওশান আলম। তিনি ২১ শে রমজান হযরত আলী আঃ এর পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে সকলকে আন্তরিক শোক ও সমবেদনা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *