স্টাফ রিপোর্টার : নৌকা বিজয়ের লক্ষে পুন:রায় চেয়ারম্যান পদপ্রার্থী আসাদুজ্জামান অছলের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধায় সাতক্ষীরা সদরের বৈকারী ইউনিয়নের কাথন্ডা ৯নং ওয়ার্ডে উক্ত নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়।
বৈকারী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মহাশিন কবীর পিন্টুর সভাপতিত্বে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সদস্য, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আসাদুজ্জামান অছলে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, শিক্ষা বিষয়ক সম্পাদক আফাজ উদ্দীন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আমিনুর রহমান, বৈকারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। এসময় ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নির্বাচনী পথসভায় ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান অছলে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সর্ব ক্ষেত্রে উন্নয়ন করে চলেছে।
তারই ধারাবাহিকতায় সাতক্ষীরায়ও উন্নয়ন হচ্ছে। উন্নয়নের ধারা অব্যহত রাখতে আগামী ১১ নভেম্বর বৈকারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিপুল ভোটের মাধ্যমে নৌকার বিজয় আনতে হবে।