নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (পদন্নতি প্রাপ্ত পুলিশ সুপার) সজিব খান’র বদলী জনিত কারনে বিদায় সংবর্ধনা জানানো হয়েছে। ২৫ জানুয়ারি শনিবার পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়া মোঃ সজিব খান কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার প্রতিনিধি ও জাতীয় দৈনিক সবার আগে ও একুশে নিউজের জেলা প্রতিনিধি শেখ মনিরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন মসলা ভান্ডার স্বত্বাধিকারী প্রাক্তন কাউন্সিলর আলহাজ্ব মোহাম্মদ আবুল কাশেম।
সজিব খান গত চার এপ্রিল ২০২১ সালে সহকারী পুলিশ সুপার পদে সাতক্ষীরায় যোগদান করেন। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাকে সিলেটে বদলির আদেশ দেওয়া হয়েছে। পুলিশ কর্মকর্তা সজিব খান সাতক্ষীরায় পুলিশি সেবার পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে হতদরিদ্র অসহায় মানুষের জন্য কাজ করেছেন। বিদায় বেলায় তিনি তার ও পরিবারের জন্য সাতক্ষীরা বাসীর দোয়া কামনা করেন।